atOptions = { 'key' : '957313929afbd6ed50fc558a968c57ec', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write(''); "/>

বাংলাদেশের আজকের সর্বশেষ আপডেট খবর। করোনায় গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু

 




আজকের খবর

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আবারও নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৮ হাজার ৯৬৫ জনের। নতুন ২১ জনের মারা যাওয়ার মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও বাকি ৭ জন ছিলেন নারী। নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার অনেকটাই বেশি বলে জানিয়েছেন গবেষকরা।

একই সময়ে করোনা নমুনা সংগ্রহ করা হয় প্রায় ২৫ হাজার এর বেশি যা থেকে করোনা শনাক্ত হয় ১,৯৮৭ জনের।

রবিবার ২০ শে ফেব্রুয়ারী করোনা ইউনিট থেকে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৭ শতাংশেরও বেশি




দেশে এ পর্যন্ত ১৯ লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে।
নতুন ২১ জনের মারা যাওয়ার মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, রাজশাহীর ১ জন চট্টগ্রাম এর ৪ জন ও বরিশাল এর ও সিলেট এর ১ করে ২ জন এবং রংপুর বিভাগের দুইজন মারা যায়।

করোনা নিউজের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url