atOptions = { 'key' : '957313929afbd6ed50fc558a968c57ec', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write(''); "/>

নবীজীর সুন্নাত সমূহ। সুন্নাত কাজগুলো কি কি? সুন্নাতের উপকারিতা।

 

নবীজীর সুন্নাত সমূহ। সুন্নাত কাজগুলো কি কি? সুন্নাতের উপকারিতা।
আসসালামু আলাইকুম বন্ধুর, আজকে আমরা নবী করীম (সাঃ) এর গুরুত্বপূর্ণ ৫৫ টা সুন্নতের অধ্যায় শিখব। তবে আজকে শুধু গুরুত্বপূর্ণ ৫ টি প্রথম সুন্নত গুলো শিখব।তার আগে বলে দেই এখানে উল্লেখযোগ্য হাদীস মুফতি মনসূরুল হক সাহেব দাঃবাঃ এর থেকে কপি করা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি।


১) কুরআনে কারীম তিলাওয়াতের তিনটি বিশেষ উপকার 

১)দিলের জং (গুনাহের কালিম) মুছে যায়, সুবহানাল্লাহ। 
২)আল্লাহ তা'আলার প্রতি মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়।
৩)প্রত্যেক হরফে কমপক্ষে ১০ টি করে নেকী পাওয়া যায়, না বুঝে পড়লেও। কেউ যদি বলে,  না বুঝে পড়লে কোনো লাভ নেই, তার এই কথা ঠিক না। 

২) কুরআনে কারীম তিলাওয়াতের দুটি বিশেষ আদব 

১. তিলাওয়াতকারী মনে মনে এই ধারনা করবে যে, মহান আল্লাহ ত'আলা হুকুম দিচ্ছেন - পড়, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পার। ( সুবহানাল্লাহ) 
২. আর শ্রবনকারীরা অন্তরে এই ধারনা করবে যে, মহান আল্লাহ ত'আলার পবিত্র কালাম তিলাওয়াত করা হচ্ছে,  সুতরাং অত্যন্ত ভক্তি, মুহাব্বত ও মনোযোগসহ কুরআন শরীফ তিলাওয়াত শ্রবণ অপরিহার্য। ( সূরা আ'রাফ, ২০৪)

বিঃদ্রঃ করআনে কারীম পবিত্র ও পরিচ্ছন্ন গিলাফে রাখা এবং মাঝে মাঝে গিলাফ পরিষ্কার করাও করআনের ত'যীমের অন্তর্ভুক্ত। 

(দয়া করে এগুলো উপেক্ষা করুন
 নবীজীর সুন্নাত সমূহ, সুন্নাত কাজগুলো কি কি?, সুন্নাতের উপকারীতা



তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত 

বুযুর্গানে দীন তাঁদের অভিজ্ঞতার আলোকে বলেছেন,  তিনটি এমন সুন্নাত আছে, যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নুর পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নাতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নাতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয়।

১. সহীহ্ শদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা।  (মুসলিম শরীফ, হাদীস নং ৫৪; তরমিযী শরীফ, হাদীস নং ২৬৯৯)
২. প্রত্যেক ভাল কাজে ও ভালে স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া। যথা ঃ মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা। পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া। যথাঃ মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা। (বুখারী শরীফ, হাদীস নং ১৬৮।) 

৩. বেশি বেশি আল্লাহ ত'আলার যিকির করা। 

আলহামদুলিল্লাহ আজকের এ পর্যন্তই আগামীকাল বাকি গুলো দেওয়া হবে এজন্য আপনাদের সাথে থাকার আশা করছি। আর হদীস গুলোর ওপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

পর্ব -০২ পড়তে নিচের লিংক এ ক্লিক করুন
ধন্যবাদ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url