নবীজীর সুন্নাত সমূহ। সুন্নাত কাজগুলো কি কি? সুন্নাতের উপকারিতা। পর্ব -০২
নবীজীর সুন্নাত সমূহ। সুন্নাত কাজগুলো কি কি? সুন্নাতের উপকারিতা। পর্ব -০২।
আসসালামু আলাইকুম, দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বটি পড়তে এখানে ক্লিক করুন।
আজকে আমরা যে বিষয় গুলো শিখব ত হলোঃ
- ইস্তিন্জার সুন্নাত সমূহ
- উযুর ফরয ৪টি
- উযুর সুন্নাত সমূহ
১) ইস্তিন্জার সুন্নাত সমূহ
১. মাথা ঢেকে রাখা।
২. জুতা সেন্ডেল পরিধান করে যাওয়া।
৩. পায়খানাা প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়া।
৪. দ'য়া পড়ার আগে বাম পা ঢুকানো।
৫. কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা।
৬. যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে ছতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাড়িয়ে পেশাব না করা।
৭. পেশাক ও নাপাক পানির ছিঁটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা।
৮. পানি খরচ করার পূর্বে ঢিলা-কুলুখ ( বা টয়লেট পেপার) ব্যবহার করা।
৯. ঢিলা ও পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা।
১০. পেশাবের ফোঁটা আসা বন্ধ হবার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা।
১১. যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোনো জায়গা নেই, সেখানে এমনভাবে বসা যেন ছতর নজরে না পড়ে।
১২. পেশাবের জন্য নরম বা এমন স্থান তালাশ করা যেখান থেকে পেশাবের কোনো ছিঁটা শরীরে বা কাপরে না লাগে।
১৩. ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা।
১৪. ডান পা দিয়ে বের হওয়া।
১৫. বাইরে এসে এই দোয়া পড়া।
২)উযুর ফরয ৪টি
১.সমস্ত মুখ একবার ধৌত করা।
২. দুই হাত কনুইসহ একবার ধৌত করা।
৩. মাথার এক চতুর্থাংশ একবার মাসাহ করা।
৪. উভয় পা টাখনু সহ একবার ধৌিত করা।
ফায়দাঃ উপরোক্ত চারটি কাজের কোন একটি না করলে বা এর মধ্যে এক চুল পরিমাণ শুকনা থাকলে উযু সহীহ্ হবে না।(শামী,১ ঃ ৯১; আল বাহরুর রায়িক,১;৯; হিদায়া, ১ ঃ ১৬)
(Please ignore it: নবীজীর সুন্নাত সমূহ,সুন্নাত কাজগুলো কি কি? সুন্নাতের উপকারিতা,নবীজীর সুন্নাত সমূহ pdf
৩)উযুর সুন্নাত সমূহ
১. উযুর নিয়ত করা অর্থাৎ উযুকারী মনে মনে এই নিয়ত করবে যে, পবিত্রতা অর্জন করা ও নামায জায়েয হওয়ার জন্য আমি উযু করছি।
২. বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে উযু আরম্ভ করা। হাদীসে পাকে আছে, বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়ে উযু করলে যতক্ষন ওই উয থাকবে, ফেরেতাগন তআএ নামে ততক্ষন আনবরত সাওয়াব লিখতে থাকবে, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে।
৩. উভয় হাত পৃথকভাবে কব্জিসহ তিনবার ধোয়া।
৪. মিস্ওয়াক করা। যদি মিসওয়াক না থাকে তাহলে আঙ্গুল দ্বারা দাঁত মাজা, মিসওয়াক অর্ধ হাতের চেয়ে বেশি লম্বা না হওয়া এবং গাছের ডাল হওয়া মুস্তাহাব।
৫. তিনবার কুলি করা
৬. তিনবার নাকে পানি দেওয়া ও নাক সাফ করা।
৭. ততসন্ঙে প্রতিবারই নাক ঝাড়া।
৮. প্রত্যেক অন্ঙকে পূর্ণ ভাবে তিনবার করে ধোয়া।
৯.দুই হাতে মুখ ধোয়া এবং মুখ ধোয়ার সময় দাড়ি খিলাল করা।
১০.হাত ও পা সমূহ ধোয়ার সময় আঙ্গুল সমূহ খিলাল করা।
১১. একবার সম্পূর্ণ মাথা মাসাহ করা
১২.উভয় কান মাসাহ করা।
১৩. উযুয় অঙ্গ সমূহ হাত দ্বারা ঘষে মেজে ধোয়া।
১৪. এক অঙ্গ ধোয়ার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব না করা।
১৫. তারতীবের সাথে উযু করা।
১৬. ডান দিকের অঙ্গ আগে ধোয়া।
১৭. শীত অথবা অন্য কোন কারনে যখন উযু করতে ইচ্ছে হয় না, তখনও উযুর অঙ্গ সমূহ উত্তমরূপে ধৌত করা।
১৮. উযুর মধ্যে নিম্নোক্ত দোয়াটি পড়া
দোয়া পড়তে ক্লিক করুন।
বাকিগুলে পর্ব ৩ এ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন।