information communication technology pdf, examples in Bangla 2022
information communication technology
অতীতের শিল্পবিপ্লবের অনুরূপ এই মুহূর্তে আমরা একটি শিল্পবিপ্লবের ভেতর দিয়ে যাচ্ছি যে বিপ্লবটিকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বলে আখ্যায়িত করতে পারি। এই বিপ্লবটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনধারাকে স্পর্শ করেছে। পুরো পৃথিবীর সকল মানুষ প্রথমবার পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি অভিন্ন মানবগোষ্ঠী হিসেবে নিজেদের উপস্থাপন করার সুযোগ পেয়েছে। যোগাযোগ বলতে আমরা সবসময়ই এক জায়গার সাথে অন্য জায়গার যোগাযোগ বুঝিয়ে এসেছি এবং বিশ্বগ্রামের ধারণার মাঝে এই যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। কারন আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে একজন মানুষ বিমানে,দ্রুতগামী ট্রেনে অথবা আধুনিক সড়ক ব্যবস্থা ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে। তবে বিশ্বগ্রামের প্রেক্ষিতে যোগাযোগ ব্যবস্থা বলতে এখন একই সঙ্গে তথ্যের আদান-প্রদান কিংবা ভাব বিনিময় করাকেও বোঝায়। কথন,লিখন কিংবা অন্য কোনো মাধ্যমে তথ্যের আদান-প্রদানই এই যোগাযোগই এখন বিশ্বগ্রাম ধারণাটির প্রধান উপাদান। নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবন যোগাযোগের বেলায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। শত বছরের পুরনো তারযুক্ত টেলিফোন যন্ত্রের পরিবর্তে তারবিহীন মোবাইল ফোনের আবির্ভাব হয়েছে। তারবিহীন প্রযুক্তির কল্যাণে আমরা ইন্টারনেটের পরিষেবাগুলো মুহূর্তের মধ্যে সার বিশ্বর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। অন্য দিকে নিয়ম ও নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর বা শেয়ার করা হচ্ছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটিই।সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবীতে অনেক বড় সামাজিক কিংবা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে অংশগ্রহনকরীরা অডিও-ভিজুয়াল পদ্ধতিতে সভা করতে পারেন। ইন্টারনেটে এখন পৃথিবীর প্রায় সকল প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পরিচিতি সকলের সামনে তুলে ধরে।তবে ইন্টারনেট কিংবা সামাজিক নেটওয়ার্কিং এর উপর বেশি নির্ভরতা, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য অনেক সময়েই আসক্তির পর্যায়ে চলে যাবার কারনে পুরো পৃথিবীতেই এর ব্যবহার এখন আলাদাভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বেকারত্বের সমস্যা রয়েছে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উননতির ফলে উন্নয়নশীল দেশগুলোর একটি বিরাট অংশ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই দেশে এবং দেশের বাইরে চকুরির বাজারে আবেদন করে নিজেদের বেকারত্ব দূর করতে পারছে। আমাদের দেশেও বিগত প্রায় দু শতক ধরে বিভিন্ন দেশের চকুরি ও নিয়োগ সংগ্রহ করে এগুলোর মধ্যে কাজ করে বেকারত্ব দূর করছে। পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের অনলাইন ক্লাসও এই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে হচ্ছে। বলা চলে; তথ্য প্রযুক্তির বিপ্লবের ফলে পুরো পৃথিবীতে একটি বিষ্ময়কর পরিবর্তন সাধিত হয়েছে।
Post By Md Sayem