atOptions = { 'key' : '957313929afbd6ed50fc558a968c57ec', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write(''); "/>

গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ। গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ গ্যাস্টিকের ঔষধ ২০২২

গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ গ্যাস্টিকের ঔষধ

 গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ গ্যাস্টিকের ঔষধ 


আমাদের মধ্যে ছোট বড় সকলেরই কমবেশি গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। আর এই সমস্যার জন্য আমরা প্রায়শই নানা রকম বড় ধরনের রোগে আক্রান্ত হই।অথচ একটু নিয়ম মেনে চলে, আর কিছু প্রাকৃতিক উপাদান সেবন করলে অল্প কিছু দিনের মধ্যেই আমরা সুস্থতা ফিরে পেতে পারি ইনশাআল্লাহ। এরকমই একটি উপাদান হচ্ছে মেথি। মেথি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে। 

গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ



খালি পেটে মেথি খাওয়ার উপকারিতা

প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মেথি ভিজিয়ে রেখে, সকালে ঐ পানি খালি পেটে খেলে এক সপ্তাহের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা নিমিষেই দূর হয়ে যাবে। এছাড়া ভিজানো মেথি গুলো খেয়ে নিলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে।তাছাড়া চুল পড়া কমানোর জন্য মেথি সেবন অপরিহার্য। এছাড়াও খালি পেটে মেথি সেবনে আরো নানান রকম শারীরিক সমস্যা দূরীভূত হয়।মেথি চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া শক্ত হয়।চুল পড়া কমাতে মেথি অপরিহার্য একটি উপাদান। এছাড়াও শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে মেথি বেশ কার্যকর। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও শরীরের ওজন কমাতে সাহায্য করে। জ্বর ও গলা ব্যাথা কমাতে মেথির তুলনা নেই। এমনকি সন্তান জন্ম দানের ক্ষেত্রেও মেথি সেবন করা প্রয়োজন।ত্বকের রং উজ্জল করতেও এটি বেশ সহায়ক।এছাড়াও মেথি কোলেস্টেরল কমাতেও খুবই কার্যকরী।

(গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ,খালি পেটে মেথি খাওয়ার উপকারিতা,গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ গ্যাস্টিকের ঔষধ,) 

Post By Mahbuba

Next Post Previous Post
1 Comments
  • Pabitra Sarkar
    Pabitra Sarkar 28 March 2022 at 17:49

    মেথির উপকারিতা ও অপকারিতা পড়ে ভীষণ উপকৃত হয়েছি। এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Add Comment
comment url