অনলাইনে ইনকাম, ২০২২। কিভাবে অনলাইনে ইনকাম করব?
কেনো অনলাইন থেকে ইনকাম করবেন?
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম! আজকের টপিক টা হচ্ছে কিভাবে অনলাইনে ইনকাম করব?
ত বন্ধুরা চলুন শুরু করা যাক।
তবে তার আগে একটি বিষয় Clear করে দেই সেটি হলে অনেকে প্রশ্ন করেন, ভাই মোবাইল দিয়েও কি অনলাইনে ইনকাম করা যাবে?, হ্যাঁ ভাই যাবে।
অনলাইনে ইনকাম করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। অযথা আমরা ফেসবুক বা ইউটিউবে কত সময়ই না ব্যয় করে থাকি, ঘন্টার পর ঘন্টা আমরা অনলাইনে পরে থাকি, এই সময়টাকে যদি সঠিক ভাবে অনলাইনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের নিত্যদিনের পকেট খরচ টা আমরাই কামিয়ে নিতে পারি in fact এরকম অনেক হাজার হাজার লোক যারা অনলাইন থেকেই ইনকাম করে নিজের পরিবার কে চালাচ্ছে। এরকম অনেক লোক আছে যারা অনলাইন জগত টাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে।অনলাইনের জগতে এটাকে Outsourcing Or Freelancing বলে। তবে হ্যা একজন সরকারি চাকুরিজীবী বছরে যা ইনকাম করে একজন Freelancer তা কয়েক মাসেই আয় করে😅। তাছাড়া সবচেয়ে বড় কথা অনলাইনে ইনকাম এর জগৎ এ রয়েছে নিজস্ব স্বাধীনতা😅। আপনি চাইলে অনলাইনের কাজগুলে যেখানে খুশি যখন খুশি করতে পারবেন as your wish এখানে নিয়ম মেনে কাজ করলে টাকা না করলে নাই🙄 মানে বসের ঝারি খাওয়া থেকে বেঁচে যাবেন😅। so, যাইহোক মোট কথা হচ্ছে এটা এমন একটা প্রাটফর্ম এখানে যদি আপনি একবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ব্যাস তাহলে আপনর লাইফ একদম সেট। এখানে ইনকাম কমে না শুধু বাড়তেই থাকে যদিও একেকটা কাজ এক একরকমের তবও ইনকাম সব গুলেতেই এবার আসি কিভাবে আয় করবেন?