atOptions = { 'key' : '957313929afbd6ed50fc558a968c57ec', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write(''); "/>

গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২


গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২

হেলো বন্ধুরা কেমন আছ সবাই আশা করি খুবই ভালে আছ। so,  আজকে আমরা আলোচনা করতা যাচ্ছি গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২।

আমরা মোবাইল বা পিসিতে গেম খেলে অযতা অনেকেই হাজার হাজার সময় নষ্ট করে থাকি😥 যেহেতু গেম খেলা একটা নেশার মতই হয়ে গিয়েছে, যার কারনে আমরা এটাকে ছাড়তেও পারছি না। ত এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে চাইলেই কিন্ত অনেক টাকা আয় করতে পারি। 

গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২

আমাদের মধ্যে অনেকেই ফ্রি-ফ্রায়ার বা পাবজি খেলি। যারা খুব ভালে পরিমাণের গেমপ্লে দেয় তাদেট অনেকেই আজকে E*sports এর নিজেদের জায়গা করে নিয়েছে এখন সবাইকে ত আর E-Sports এ সুযোক দেওয়া যায় না বা  পায় না। ত  এক্ষেত্রে অনেকেই আবার বেছে নিয়েছে গেমিং ইউটিউবিং এ।  এখানেও অনেকে পার্টনার প্রগাম এ থেকে টাকা আয় করছে ইউটিউব থেকে। 
তবে যাইহোক সবাইত আর ইউটিউবার হতে পারে না তবে বর্তমানে প্রত্যেক গেমার যার লেবেল ৬০+ হয়ে গেছে সবারই খেয়াল করলে দেখবেন একটি করে পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে, এর মধ্যে কম্পিটিশন করে টিকে থাকা কঠিন,  এখানে দর্শকদের মনে মজা দিয়ে যে জায়গা করে নিব্তে পারে সেই সফল😅। গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২।

গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২

ত এখন আমরা যারা নরমাল গেমার আছি তাদের ত গেম খেলা ছাড়া আর কোনো কাজ নেই আছে শুধু প্রো গেমারদের গেমপ্লে দেখা🤣। ত ভাই এবার আপনাদের জন্য নিয়ে আছসি এমন একটা এপ্স যেখানে আপনি ফ্রি ফায়ার বা পাবজি খেলে বিকাশে টাকা আয় করতে পারবেন।


গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২

আপনাদের জন্য নিয়প এসেছি নতুন একটি এপ্স নাম তার ঃ খেলাঘর (khelaghor)

এপ্সটি প্লে স্টোর এ পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর প্রি সাইন আপ করে আপনি যদি পাবজি খেলেন তাহলে পাবজি সেলেক্ট করবেন আর যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে ফ্রি ফায়ার সিলেক্ট করবেন। 
এরপর বাকিটা আপনারা বুঝতে পারবেন। এখান থেকে শুধু বিকাশে টাকা তুলতে পারবেন। এর পর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। গেম খেলে টাকা আয় বিকাশে ২০২২


ধন্যবাদ



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url