atOptions = { 'key' : '957313929afbd6ed50fc558a968c57ec', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write(''); "/>

ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম শব্দের অর্থ কী? ২০২২

 



ইসলাম শব্দের অর্থ কি

ইসলাম শব্দের অর্থ.আত্মসমর্পন করা,মেনে চলা,আনুগত্য করা ইত্যাদি।আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (স) যে শাশ্বত জীবন-বিধান নিয়ে এসেছেন তাই ইসলাম।ইসলামের আগমন হয়েছে মানবকল্যাণে এবং মানবতার মুক্তি দিতে।মানব জীবনের সকল সমস্যার বাস্তবসম্মত সমাধান রয়েছে ইসলামে।ইসলামের সুশীতল ছায়াতলে এসে মযলুম মানবতা পেয়েছে মুক্তির দিশা।অত্যাচারিত,অবহেলিত ও বিপর্যস্ত মানুষ পেয়েছে শান্তির ঠিকানা। মহানবী (স)যখন পৃথিবীর বুকে আগন করেন তখন সাধারণ মানুষ ছিল নির্যাতিত, নিষ্পেষিত ও অধিকারহারা। এমনি এক সংকটময় মুহূর্তে মহানবী (স)মানুষের মাঝে নিয়ে আসলেন সাম্যের বাণী এবং বঞ্চিতের অধিকার সংরক্ষণে তিনি উপস্থাপন করলেন এক ন্যায়নীতির আদর্শ ইসলাম।ইসলামই পৃথিবীতে সমঅধিকারের ভিত্তিতে বিশ্বভ্রাতৃত্বের জন্ম দিয়েছে।ধনী-গরিব,রাজা-প্রজা,উঁচু-নিচুর ভেদাভেদ ধূলিসাৎ করে ইসলাম সর্বপ্রথম মানুষের মাঝে মানবতাবোধের ধারনা জন্ম দেয়।

ইসলাম নারীর যথাযোগ্য মর্যাদা দান 


 ইসলাম নারীর যথাযোগ্য মর্যাদা দান করে তার হৃত গৌরব প্রতিষ্ঠা করেছে।প্রাক ইসলাম যুগে যেখানে নারী পণ্যের মতো বিক্রি হতো,যেখানে কন্যা সন্তানকে জীবন্ত প্রোথিত করা হতো, সেখানে ইসলামই&nbsp; সর্বপ্রথম নারীকে&nbsp; উপযুক্ত সামাজিক মর্যাদা প্রদান করেছে।পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে ইসলাম সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।ইসলামে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর আমানতস্বরূপ।প্রতিবেশীর ইজ্জত-ধন সম্পদ রক্ষা করা,তার বিপদাপদে এগিয়ে আসা,তার উপস্থিতি-অনুপস্থিতিতে কল্যাণ কামনা করা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান।ইসলাম পৃথিবীর বুকে উপহার দিয়েছে কল্যাণ ও শান্তির ধর্ম।মানব জীবনের সকল দিক ও বিভাগের সকল সমস্যার পরিপূর্ণ সমাধান একমাত্র ইসলামই দিয়েছে,ইসলাম একিমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নারী মায়ের জাত, তাই ইসলামে নারীর মর্যাদা অতুলনীয়।কিন্তু সভ্যতার উন্মেষকাল হতেই নারী-পুরুষের মর্যাদাগত বৈষম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজ বিজ্ঞানীদের মতে,মানব সভ্যতা ঐতিহাসিক যুগে পদার্পণের পর একসময় মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা গড়ে উঠলেও পরবর্তী পর্যায়ে পুরুষগন পরিবার,সমাজ ও রাষ্টীয় ব্যবস্থার নিয়ন্তা হয়ে ওঠে।অথচ ইসলামে নারীর স্বাতন্ত্র্য ও মর্যাদাগত শ্রেষ্ঠত্ব প্রমাণিত।ইসলাম পুত্রের তুলনায় কন্যাকে কোনো অংশে খাটো করে দেখেনি।<div>ইসলামই একমাত্র ধর্ম,যেখানে নারীকে যথাযোগ্য ও ভারসাম্যপূর্ণ অবস্থান দেয়া হয়েছে।

( ইসলাম শব্দের অর্থ কি
ইসলাম শব্দের অর্থ কী)

Post By Mazahariul Isalm

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url